Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ব্যক্তির ছবি, এনআইডি অথবা জন্মনিবন্ধন, পেশা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আপলোড করার জন্য নীচের লিঙ্কে প্রবেশ করুন। https://medical-info.dghs.gov.bd/public/patientInfo ,   vaxepi.gov.bd উমরাহ ও সৌদি আরবগামী ভিজিট ভিসাধারীদের জন্য মেনিনজাইটিস টিকা নিবন্ধনের লিংক   https://medical-info.dghs.gov.bd/ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিবর্গের তালিকা , ঢাকা জেলার স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের রাজস্ব খাতে ১৪-১৬ গ্রেড জনবলের নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো,  ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন/২০২৩ পালিত হয়েছে।। উক্ত ক্যাম্পেইনে (০৬-১১) মাস বয়সী সকল শিশুকে ১টি  নীল রং এর ভিটামিন এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি  লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।। এইচপিভি টিকাদান  ক্যাম্পেইন ২০২৩, ঢাকা জেলার  পঞ্চম থেকে নবম সকল শ্রেণীর ছাত্রীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস প্রতিরোধক টিকাদান ক্যাম্পেইন  ১৫-১০-২০২৩ হতে পরবর্তী ১৮ দিন পালিত হয়েছে। প্রত্যেক ছাত্রীকে নিবন্ধন করত টিকার কার্ড প্রদর্শন পূর্বক এই মূল্যবান টিকা প্রদান করা হয়েছে। নিবন্ধন লিংক www.vaxepi.gov.bd।। আপনার শিশুকে টিকা দিন।৷  বিদেশগামীদের স্বাস্থ্য সনদ প্রাপ্তির সকল তথ্য এখন এই ওয়েব পোর্টালে।৷ মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই।৷  চাকুরী প্রার্থীদের সিভিল সার্জন অফিস থেকে স্বাস্থ্য সনদ সংগ্রহ করার কথা যদি নোটিসে উল্লেখ থাকে এবং চাকুরীপ্রার্থি  যদি জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ঢাকা জেলার বাসিন্দা হয়ে থাকেন অথবা নিয়োগের কর্মস্থল ঢাকা জেলা হয়ে থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রেই প্রয়োজনীয় রিপোর্ট আনা সাপেক্ষে  ঢাকা জেলার সিভিল সার্জন অফিস থেকে স্বাস্থ্য  সনদ সংগ্রহ করতে পারবেন।৷  সিভিল সার্জন অফিসে নাগরিক সেবা পেতে কোন ভোগান্তির শিকার হলে এই ওয়েব পোর্টালের মতামত অংশে আপনার অভিযোগ ও মূল্যবান মতামত প্রদান করবেন ।  


কী সেবা কীভাবে পাবেন

ঢাকা মহানগরী বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের( জিওিডি) চিকিৎসকগন নিম্মলিখিত  দায়িত্বপালন করে থাকেন।

 

  1. নিয়মিত বহিঃ বিভাগে চিকিৎসা প্রদান।
  2. প্রাইমারী স্কুল সার্টিফিকেট পরীক্ষা (পিএসসি)।
  3. জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি)।
  4. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)।
  5. উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি)।
  6. শিশু একাডেমীতে শিশু সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী মেডিকেল টীম।
  7. বাংলাদেশে আগত আনর্তজাতিক ক্রিকেট দলের খেলায় এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সময়ে মেডিকেল টীম।
  8. বাংলা একাডেমীতে একুশে বই মেলায় মাসব্যাপী মেডিকেল টীম।
  9. শেরে বাংলানগরস্থ আনর্তজার্তিক বানিজ্য মেলায় মাস ব্যাপী মেডিকেল টীম।
  10. শিশু দিবস ও শিশু অধিকার দিবসের অনুষ্ঠিানে মেডিকেল টীম।
  11. বিশ্ব এসেতমায় আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবায় ১২ দিন ব্যাপি মেডিকেল টীম।
  12. হজ্জ্ব অফিস আশকোণাতে মাসব্যাপি মেডিকেল টীমে।
  13. মুক্তির উৎসবে (মুক্তিযোদ্ধা যাদুঘর) আয়োজিত অনুষ্ঠানে মেডিকেল টীম।
  14. বঙ্গবন্ধু গোন্ডকাপ টুর্নামেন্টে এ্যাম্বুলেন্সসহ মেডিকেল টীম।
  15. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ মেডিকেল টীমে।
  16. অমর একুশে ফেব্রুয়ারী শহীদ দিবসে শহীদ মিনারে মেডিকেল টীম।
  17. ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সাভার স্মৃতি সৌধে, জাতীয় ষ্টেডিয়ামে, গাবতলী বাস ষ্ট্যান্ড ও বঙ্গভবনের মেডিকেল টীম।
  18. মহান বিজয় দিবস উযাপন উপলক্ষ্যে মাসব্যাপি প্যারেড গাউন্ডে এ্যাম্বুলেন্সসহ রোষ্টার অণুযায়ী মেডিকেল টীম। 
  19. জাতীয় সংসদের প্রতিটি অধিবেশনে মাসাধিকালব্যাপি রোষ্টার অণুযায়ী মেডিকেল টীম।
  20. জাতীয় বৃক্ষমেলা অণুষ্ঠানে মেডিকেল টীম।
  21. এসএসএফ এর মহড়ায় এ্যাম্বুলেন্সসহ নিয়মিত মেডিকেল টীম।
  22. বিদেশী সরকার প্রাধানদের বাংলাদেশে সফর উপলক্ষ্যে স্বাস্থ্যসেবায় মেডিকেল টীম।
  23. অগ্নিকান্ড, দূযোর্গ, বন্যা ও জাতীয় স্বাস্থ্য সেবা অনুষ্ঠানে এ্যাম্বুলেন্স মেডিকেল টীম।
  24. কিছু কিছু প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় মেডিকেল টীম  নিয়োজিত করা।
  25. প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গনভবনে নিয়মিত মেডিকেল টীম।
  26. বিডিআর বিদ্রোহীদের বিচারকার্য চলাকালীন আদালতে মেডিকেল টীম।
  27. প্রতিবন্ধীদের সম্মেলনের মেডিকেল টীমে নিয়োজিত করন।
  28. সার্ক সম্মেলন সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক অনুষ্ঠানেমেডিকেল টীম নিয়োজিত করন।
  29. ১লা বৈশাখ শুভ নববর্ষ পালন অনুষ্ঠানেমেডিকেল টীম নিয়োজিত করন।
  30. মাননীয় প্রধানমমত্রী কতৃক মাহে রমজানে ইফতার অনুষ্ঠানে এ্যাম্মুলেমস সহ মেডিকেল টীম নিয়োজিত করন।
  31. মাধ্যমিক শিক্ষা বিভাগে আন্তঃ জেলা  বিভাগীয় খেলা ধূলা  অনুষ্ঠানেমেডিকেল টীম নিয়োজিত করন।
  32. স্কুলহেলথ ক্লিনিকের ডাক্তারগণ বিভিনল স্কুলগুলিতে স্বাসহ্য শিক্ষা প্রদান করেন।

 

ইহা ছাড়া প্রতিদিন মাহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর  বিভিন্ন অণুষ্ঠানে অংশগ্রহণ উপলক্ষ্যে খাদ্য ও পানীয় পরীক্ষার জন্য এ্যম্বুলেন্সসহ ০৩-০৪ জন চিকিৎসক সহ মেডিকেল টীম নিয়োজিত করা হয়।