ঢাকা মহানগরী বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের( জিওিডি) চিকিৎসকগন নিম্মলিখিত দায়িত্বপালন করে থাকেন।
- নিয়মিত বহিঃ বিভাগে চিকিৎসা প্রদান।
- প্রাইমারী স্কুল সার্টিফিকেট পরীক্ষা (পিএসসি)।
- জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি)।
- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)।
- উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি)।
- শিশু একাডেমীতে শিশু সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী মেডিকেল টীম।
- বাংলাদেশে আগত আনর্তজাতিক ক্রিকেট দলের খেলায় এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সময়ে মেডিকেল টীম।
- বাংলা একাডেমীতে একুশে বই মেলায় মাসব্যাপী মেডিকেল টীম।
- শেরে বাংলানগরস্থ আনর্তজার্তিক বানিজ্য মেলায় মাস ব্যাপী মেডিকেল টীম।
- শিশু দিবস ও শিশু অধিকার দিবসের অনুষ্ঠিানে মেডিকেল টীম।
- বিশ্ব এসেতমায় আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবায় ১২ দিন ব্যাপি মেডিকেল টীম।
- হজ্জ্ব অফিস আশকোণাতে মাসব্যাপি মেডিকেল টীমে।
- মুক্তির উৎসবে (মুক্তিযোদ্ধা যাদুঘর) আয়োজিত অনুষ্ঠানে মেডিকেল টীম।
- বঙ্গবন্ধু গোন্ডকাপ টুর্নামেন্টে এ্যাম্বুলেন্সসহ মেডিকেল টীম।
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ মেডিকেল টীমে।
- অমর একুশে ফেব্রুয়ারী শহীদ দিবসে শহীদ মিনারে মেডিকেল টীম।
- ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সাভার স্মৃতি সৌধে, জাতীয় ষ্টেডিয়ামে, গাবতলী বাস ষ্ট্যান্ড ও বঙ্গভবনের মেডিকেল টীম।
- মহান বিজয় দিবস উযাপন উপলক্ষ্যে মাসব্যাপি প্যারেড গাউন্ডে এ্যাম্বুলেন্সসহ রোষ্টার অণুযায়ী মেডিকেল টীম।
- জাতীয় সংসদের প্রতিটি অধিবেশনে মাসাধিকালব্যাপি রোষ্টার অণুযায়ী মেডিকেল টীম।
- জাতীয় বৃক্ষমেলা অণুষ্ঠানে মেডিকেল টীম।
- এসএসএফ এর মহড়ায় এ্যাম্বুলেন্সসহ নিয়মিত মেডিকেল টীম।
- বিদেশী সরকার প্রাধানদের বাংলাদেশে সফর উপলক্ষ্যে স্বাস্থ্যসেবায় মেডিকেল টীম।
- অগ্নিকান্ড, দূযোর্গ, বন্যা ও জাতীয় স্বাস্থ্য সেবা অনুষ্ঠানে এ্যাম্বুলেন্স মেডিকেল টীম।
- কিছু কিছু প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় মেডিকেল টীম নিয়োজিত করা।
- প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গনভবনে নিয়মিত মেডিকেল টীম।
- বিডিআর বিদ্রোহীদের বিচারকার্য চলাকালীন আদালতে মেডিকেল টীম।
- প্রতিবন্ধীদের সম্মেলনের মেডিকেল টীমে নিয়োজিত করন।
- সার্ক সম্মেলন সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক অনুষ্ঠানেমেডিকেল টীম নিয়োজিত করন।
- ১লা বৈশাখ শুভ নববর্ষ পালন অনুষ্ঠানেমেডিকেল টীম নিয়োজিত করন।
- মাননীয় প্রধানমমত্রী কতৃক মাহে রমজানে ইফতার অনুষ্ঠানে এ্যাম্মুলেমস সহ মেডিকেল টীম নিয়োজিত করন।
- মাধ্যমিক শিক্ষা বিভাগে আন্তঃ জেলা বিভাগীয় খেলা ধূলা অনুষ্ঠানেমেডিকেল টীম নিয়োজিত করন।
- স্কুলহেলথ ক্লিনিকের ডাক্তারগণ বিভিনল স্কুলগুলিতে স্বাসহ্য শিক্ষা প্রদান করেন।
ইহা ছাড়া প্রতিদিন মাহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন অণুষ্ঠানে অংশগ্রহণ উপলক্ষ্যে খাদ্য ও পানীয় পরীক্ষার জন্য এ্যম্বুলেন্সসহ ০৩-০৪ জন চিকিৎসক সহ মেডিকেল টীম নিয়োজিত করা হয়।