সাভার - আশুলিয়া - ঢাকা অঞ্চলের ২ লক্ষাধিকগার্মেন্টস কর্মীদের মাঝে ২ ডোজ কোভিড -১৯ এর টীকাদান সম্পন্ন হয়েছে।
ঢাকা জেলা ও এর অন্তর্গত উপজেলাতে সরকারী নির্দেশনা মোতাবেক গণটীকা কার্যক্রম পরিচালিত হয়েছে ।
ঢাকা জেলা ও এর অন্তর্গত উপজেলাতে ১২-১৭ বছরের স্কুলগামী শিক্ষার্থীদের ভ্যাক্সিনেশন এর আওতায় নিয়ে আসা হয়েছে।
দীর্ঘ ২ বছর পর পুনরায় পরিচালিত হওয়া মাসব্যাপী হজ্জ ক্যাম্পে আগত হজ্জযাত্রীদের যাবতীয় স্বাস্থ্য সেবা দান, সনদ প্রদান ,কোভিড স্যাম্পল সংগ্রহ ও টীকাদান নিশ্চিত করা হয়েছে ।
নিয়ন্ত্রণাধীন সকল প্রতিষ্ঠানে আংঙ্গুলের ছাপ সনাক্তকরনের মাধ্যমে সকল কর্মকর্তা - কর্মচারীর দৈনিক অফিস উপস্থিতি তদারকি করা হচ্ছে ।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরার প্রস্তাব পাস হয়েছে ।