সিভিল সার্জন অফিস ঢাকা জেলার স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কার্যালয় ।
জেলার নিয়ন্ত্রণাধীন সকল উপজেলা/ থানা স্বাস্থ্য সেবা ও মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন, নিয়মিত পর্যবেক্ষণ করা এই প্রতিষ্ঠানের কর্মপরিধিভুক্ত। মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, জাতীয় সংসদের অধিবেশন ও রাষ্টীয় গুরুত্বপূর্ন অতিথি, প্রাকৃতিক দূর্যোগ এ স্বাস্থ্যসেবায় এ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম গঠন করা হয় এই কার্যালয় এর মাধ্যমে।
এছাড়া ঢাকা শহরে অবস্থিত সরকারি বহিঃবিভাগ ডিসপেন্সসারি ও স্কুল হেলথ ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করা ও জেলা ও উপজেলা পর্যায়ের সকল প্রশিক্ষন সম্পাদন করা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়ে থাকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে।
সিটিজেন চার্টার অনুযায়ী সাধারণ নাগরিক ও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সনদ ও দাপ্তরিক সহায়তা করার মাধ্যমে এই অফিস নিয়মিত নাগরিক সুবিধা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস