Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ব্যক্তির ছবি, এনআইডি অথবা জন্মনিবন্ধন, পেশা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আপলোড করার জন্য নীচের লিঙ্কে প্রবেশ করুন। https://medical-info.dghs.gov.bd/public/patientInfo ,   vaxepi.gov.bd উমরাহ ও সৌদি আরবগামী ভিজিট ভিসাধারীদের জন্য মেনিনজাইটিস টিকা নিবন্ধনের লিংক   https://medical-info.dghs.gov.bd/ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিবর্গের তালিকা , ঢাকা জেলার স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের রাজস্ব খাতে ১৪-১৬ গ্রেড জনবলের নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো,  ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন/২০২৩ পালিত হয়েছে।। উক্ত ক্যাম্পেইনে (০৬-১১) মাস বয়সী সকল শিশুকে ১টি  নীল রং এর ভিটামিন এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি  লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।। এইচপিভি টিকাদান  ক্যাম্পেইন ২০২৩, ঢাকা জেলার  পঞ্চম থেকে নবম সকল শ্রেণীর ছাত্রীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস প্রতিরোধক টিকাদান ক্যাম্পেইন  ১৫-১০-২০২৩ হতে পরবর্তী ১৮ দিন পালিত হয়েছে। প্রত্যেক ছাত্রীকে নিবন্ধন করত টিকার কার্ড প্রদর্শন পূর্বক এই মূল্যবান টিকা প্রদান করা হয়েছে। নিবন্ধন লিংক www.vaxepi.gov.bd।। আপনার শিশুকে টিকা দিন।৷  বিদেশগামীদের স্বাস্থ্য সনদ প্রাপ্তির সকল তথ্য এখন এই ওয়েব পোর্টালে।৷ মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই।৷  চাকুরী প্রার্থীদের সিভিল সার্জন অফিস থেকে স্বাস্থ্য সনদ সংগ্রহ করার কথা যদি নোটিসে উল্লেখ থাকে এবং চাকুরীপ্রার্থি  যদি জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ঢাকা জেলার বাসিন্দা হয়ে থাকেন অথবা নিয়োগের কর্মস্থল ঢাকা জেলা হয়ে থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রেই প্রয়োজনীয় রিপোর্ট আনা সাপেক্ষে  ঢাকা জেলার সিভিল সার্জন অফিস থেকে স্বাস্থ্য  সনদ সংগ্রহ করতে পারবেন।৷  সিভিল সার্জন অফিসে নাগরিক সেবা পেতে কোন ভোগান্তির শিকার হলে এই ওয়েব পোর্টালের মতামত অংশে আপনার অভিযোগ ও মূল্যবান মতামত প্রদান করবেন ।  


Title
Information services are provided through our national portal. To find your desired information enter into our national portal
Details

স্বাস্থ্য বাতায়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত একটি সেবা। এই স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন ১৬২৬৩ এ কল করে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সেবাদান বিষয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে পারবেন।

 

Image
Publish Date
13/12/2017
Archieve Date
30/06/2018